Tuesday, 20 August 2019

বেশি এম্বির ভিডিওকে কম এম্বিতে কমপ্রেস করুন ছোট একটি এপ দিয়ে তাও আবার ভিডিও কোয়ালিটি ঠিক রেখে। Best Video Compressor App

আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভাল আছেন।

প্রথমেই আমি আমার প্রিয় ভিজিটরদের আন্তরিক ধন্যবাদ জানাই নাইন টেক বিডিতে নিয়মিত ভিজিট করার জন্য।


আজকে আমি নিয়ে এসেছি মাত্র ১৪ এম্বির একটা এপ যার মাধ্যমে বেশি এম্বির ভিডিওকে কম এম্বির ভিডিও বানাতে পারবেন।

আমরা অনেক সময় মেমরিতে এত ভিডিও রাখি যে মেমরি ফুল হয়ে যায়। তাই প্রিয় ভিডিও গুলোকে ডিলেট দিতে হয়। তাই আর ডিলেট না করে ভিডিওকে কোয়ালিটি ঠিক রেখে কম এম্বিতে বানিয়ে নিন এবং মেমরির স্পেইস রক্ষা করুন।এপটির নাম Audio Video Factory. Size:14.2 MB
এপটির ডাউনলোড লিংক
এখন দেখাব কিভাবে ভিডিও কম্প্রেস করবেন।
এপটি ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন।
স্ক্রিনশট দেখে কাজ করুন।
Best Video Comoressor App
তারপর Add (প্লাস চিহ্ন) এ ক্লিক করুন।
তারপর ভিডিও সিলেক্ট করুন। স্ক্রিনশট দেখে কাজ করুন।
তারপর যে ভিডিওটি কম এম্বিতে কমপ্রেস করবেন সেটা সিলেক্ট করুন।
তারপর Compress (কম্প্রেস) এ ক্লিক করুন।
তারপর Video kb/s 478 এবং Audio kb/s 80 কে ইচ্ছামত কমিয়ে দিন।
দেখুন কমানো হলো
তারপর Compress Now এ ক্লিক করুন।
এখন ১০০% হলেই কমপ্রেস হওয়া ভিডিওটি অটোমেটিক গ্যালারীতে সেইভ হয়ে যাবে।
আজ এইটুকুই। পোস্টটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। নাইন টেক বিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

4 comments:

পোস্ট পড়ার পর অবশ্যই মন্তব্য করবেন। কারণ আপনার একটি মন্তব্য পোস্ট লেখককে ভাল কিছু লিখতে অনুপ্রাণিত করে। তবে এমন মন্তব্য করবেন না, যা লেখকের মনে আঘাত হানতে পারে।