Tuesday, 12 March 2019

চালু হলো মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা পাঠানোর সিস্টেম


বাংলাদেশে ইস্যু করা মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা পাঠানো যাবে। দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংকের মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে ব্যবহৃত হবে।

রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, মাস্টারকার্ড ও সাউথইস্ট ব্যাংক যৌথভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেছে। সেবাটির মাধ্যমে গ্রাহকেরা নিজের বিকাশ একাউন্ট অথবা অন্য বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন।

 টাকা পাঠাতে বিকাশ অ্যাপের এড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ সিলেক্ট করে বিকাশ একাউন্ট এর তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে মাস্টারকার্ডের তথ্য দেওয়া হলে গ্রাহক তার মুঠোফোনে একটি ওয়ান-টাইম-পাসওয়ার্ড (OTP) পাবেন। OTP দেওয়ার পর টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ হবে।

প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান সেবাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের সিইও কামাল কাদীর, সাউথইস্ট ব্যাংকের এমডি এম কামাল হোসেন, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।

No comments:

Post a Comment

পোস্ট পড়ার পর অবশ্যই মন্তব্য করবেন। কারণ আপনার একটি মন্তব্য পোস্ট লেখককে ভাল কিছু লিখতে অনুপ্রাণিত করে। তবে এমন মন্তব্য করবেন না, যা লেখকের মনে আঘাত হানতে পারে।