Tuesday, 12 March 2019

গনিতের দারুন ম্যাজিক…। না দেখলে মিস করবেন । পৃথিবীর সকল সংখ্যার মান সমান । [ প্রমান সহ ]

আজকে আপনাদের সামনে গণিতের একটা দারুন চমক নিয়ে হাজির হলাম । আশা করি আপনাদের ভালো লাগবে । যারা জানেন তারা কেও খারাপ কমেন্ট করবেন না। তো শুরু করা যাক, প্রথমে নিচের ছবিটি দেখে নিন,
এখানে আমি প্রমান করেছি 4=5. নিচের নিয়মে আপনারা সকল সংখ্যা প্রমান করতে পারবেন। এখানে আমি শুধু একটা সুত্রের সাহায্য নিয়েছি । আপনারা প্রথমে যে সংখ্যা ২ টি বাছাই করবেন তাদের যোগফল এবং গুনফল মনে মনে করে নিন। তাদের গুনফল হবে প্রথমে নেয়া “=” এর উভয় পাশের সংখ্যা ২ টি। যেমন আমি নিয়েছি ৪ ও ৫। এদের গুনফল ২০। তাই -২০ করে নিয়েছি। শুধু “-” বসিয়ে দিবেন। তারপর ছবির মতো প্রথম সংখ্যার বর্গ থেকে তাদের যোগফল ও প্রথম সংখ্যার গুনফল বাদ দিন। উভয় পাশে এভাবেই করুন। তারপর সুত্র অনুযায়ী সাজিয়ে অঙ্ক করলেই প্রমানিত হয়ে যাবে। Thanks All,,,,,,,,

No comments:

Post a Comment

পোস্ট পড়ার পর অবশ্যই মন্তব্য করবেন। কারণ আপনার একটি মন্তব্য পোস্ট লেখককে ভাল কিছু লিখতে অনুপ্রাণিত করে। তবে এমন মন্তব্য করবেন না, যা লেখকের মনে আঘাত হানতে পারে।